গ্রামীণ পাকা সড়কের দুই পাশজুড়ে সারি সারি শাক-সবজির মাচা। লতা, পাতা, ফুল আর ফলে ভরা এসব মাচা যেমন সৌন্দর্য বৃদ্ধি করেছে গ্রামের। তেমনি পতিত জায়গায় শাক-সবজি ফলিয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক। এমন দৃশ্যটি জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের পাখাতিপাড়া গ্রামের। পতিত জমি ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনায় উদ্বুদ্ধ হয়ে দুইপাশের পতিত জায়গায় শাক-সবজি চাষ করেছেন তারা।
এসব জায়গায় লাগানো হয়েছে মিষ্টি কুমরা, লাউ, সিম, ঝিঙ্গা, চিচিঙ্গা, শষা, বরবটি, সাজিনা, পুইশাকসহ নানা জাতের শাক-সবজী। সারি সারি পাতানো মাচা ভরে আছে সবুজ লতা পাতায়। সেইসাথে কমতি নেই ফুল ও ফলের। কৃষকরা খাওয়ার উপযোগি সবজী সংগ্রহ করে বিক্রি করছেন, নিজেরাও খাচ্ছেন। আবার অনেকে বিলি করছেন আত্মীয়-স্বজনদের মধ্যে।
কৃষকরা জানান, ‘দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনায় উদ্বুদ্ধ হয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের সহযোগিতায় গ্রামের সড়কের দুই পাশের পতিত জায়গায় এসব শাক-সবজীর আবাদ করেন তারা। মাত্র তিন মাসের মাথায় শাক-সবজীর সুফল পাচ্ছেন তারা। পাশপাশি এসব পতিত জায়গায় রোপণ করেছেন আম, জাম, লিচুসহ বিভিন্ন ফলের চারা।
Leave a Reply