ক্রীড়া ডেস্ক :
সবশেষ রাশিয়া বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ফ্রান্স ও ক্রোয়েশিয়া বুধবার আবারো মুখোমুখি হয়েছিল উয়েফা নেশবন্স লিগের লড়াইয়ে। ঘরের মাঠে ক্রোয়েশিয়া দারুণ লড়াই করলেও শেষ্য হাসি হেসেছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সই। দিদিয়ের দেশমের দল ম্যাচটি জিতেছে ২-১ গোলে।
উয়েফা নেশন্স লিগে গতকাল ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচে ঘরের মাঠে খেলতে নেমেছিল ক্রোয়েশিয়া। দুই দলের প্রথম দেখায় নিজেদের মাঠে ৪-২ গোলে জিতেছিল ফ্রান্স। মজার বিষয়, রাশিয়া বিশ্বকাপের ফাইনালেও একই ব্যবধানে জিতেছিল তারা।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। এগিয়েও যায় ম্যাচের অষ্টম মিনিটে। বার্সেলোনা ফরোয়ার্ড আন্তোনিও গ্রিজম্যানের বুলেট গতির শট আটকাতে পারেননি ক্রোয়াট গোলরক্ষক।
পিছিয়ে পড়ার পর যেন জেগে ওঠে ক্রোয়েশিয়া। বিশ্ব চ্যাম্পিয়নদের চেপে ধরে তারা। তবে প্রথমার্ধে কোনো দলই আর গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে একের পর এক আক্রমণ করতে থাকে স্বাগতিকরা। ৬৪তম মিনিটে এর সুফল পায় ক্রোয়েশিয়া। চমৎকার এক ফিনিশিংয়ে সমতা অনেন ভ্লাসিচ। ম্যাচে সমতা ফেরার পর যেন গা ঝাড়া দিয়ে ওঠেন ফরাসি ফরোয়ার্ডরা। ৭৮তম মিনিটে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে।
বাকি সময়ে সমতা ফেরানোর বেশ কিছু সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু হুগো লরিসকে পরাস্ত করতে পারেনি তারা।
চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে ফ্রান্স। আগের রাউন্ডে তাদের বিপক্ষে ড্র করা পর্তুগাল গোল পার্থক্যে এগিয়ে থেকে আছে শীর্ষে। ক্রোয়েশিয়া তিনে ও সুইডেন রয়েছে টেবিলের তলানীতে।
Leave a Reply