আন্তর্জাতিক ডেস্ক :
ফ্রান্সের রাজধানী প্যারিসসহ মোট ৯টি শহরে রাতের বেলা কারফিউ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। মহামারি করোনাভাইরাসের প্রতিদিনের সংক্রমণ রেকর্ড পর্যায়ে চলে যাওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বুধবার টেলিভিশনে এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, শনিবার থেকে কারফিউ কার্যকর করা হবে। এই কারফিউ অন্তত চার সপ্তাহ কার্যকর থাকবে। নির্দেশনায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফরাসি জনগণকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
ম্যাক্রোঁ আরো বলেন, আমরা করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই ভাইরাসের বিস্তার ঠেকাতে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। কারফিউর ফলে জনগণ রেস্তোরা ও পারিবারিক জনসমাবেশ এড়িয়ে চলবেন। এছাড়া কারফিউ না মানলে জরিমানা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমরা কমপক্ষে ২০২১ সালের গ্রীষ্ম পর্যন্ত এই ভাইরাসের মোকাবিলা করতে যাচ্ছি। সব বিজ্ঞানীরাও এই বিষয়ে একমত হয়েছেন। এই মহামারির বিরুদ্ধে লড়তে আমরা রাত ৯ টার পরে রেস্তোরায় থাকবো না। আমরা বন্ধুদের সঙ্গে পার্টিও করবো না। কারণ আমরা সবাই জানি যে, সেখানেই সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি।
জানা গেছে, নতুন করে জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থাও ঘোষণা করেছে ফরাসি সরকার
সূত্র- ফ্রান্স ২৪
Leave a Reply